প্রসঙ্গ- প্রকাশ্য হত্যার পরও বেকসুর খালাস পেলো ফেলানী হত্যা মামলার আসামী

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৬:২১ সকাল

হাজার হাজার আইনশাস্তজ্ঞ পন্ডিত ও সহস্র সহস্র আদালত থেকে কি লাভ,যদি বিচারের ধারা-উপধারায় লুকিয়ে থাকে শ্রেণীবিশেষের প্রতি বিশেষ পক্ষপাত ও দূর্বলতা | হয়তো এজন্যই বলা হয় "বিচারের বাণী নিভৃতে কাঁদে |" এজন্য ফেলানীদের ফেলনার মতো মূল্যহীন হয়ে থাকতে হয় |

আমরা যদি ইসলামের বিচার ব্যবস্থার কথা বলি, তাহলে একজন রাষ্ট্রপতি ওমর রা.ও যদি অন্যায় ভাবে এমন হত্যাকান্ড ঘটাতেন তাহলে শরীয়াহ আদালত তাকে এক চুল পরিমাণ ছাড় দিতনা| এই হলো ইনসাফ,এই হলো ইসলামের বিচার ব্যবস্থা| আমি সেই সোনালী যুগের বিষ্ময়কর সৌন্দর্যের কথা বলছি,আমরা সেই কালজয়ী আদর্শের কথা বলছি |

হায়! আমরা পর্বতের সর্বোচ্চ চূড়া থেকে পাদদেশ এসে আজ চিৎকার করছি আমারা সভ্য, আমারাই সভ্য ! বিদ্রুপ আর কি হতে পারে !

এ যেন পর্বতের মূষিক প্রসব| থরথর করে পর্বতের কম্পন দেখে লোকেরা ভাবছিল,নিশ্চয় পর্বত ভেঙ্গে মারাত্মক কিছু একটা বেরিয়ে আসবে| অবশেষে দেখা গেল গর্ত থেকে বেরিয়ে আসছে ছোট্র একটা ইঁদুর| সভ্যতা বলতে আজ এরকম কিছু একটা হয়ে গেছে| বাইরে মেদবহুলতা দেখে ভ্রম হলেও ভেতরে তার কর্কট রোগের জীবানু|

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File